তবে কেউ যদি এমন কিছু পোস্ট করে যা দেশের আইন, কপিরাইট আইন, ধর্মীয় বিধান লঙ্ঘন করে তাহলে সেই পোস্টটি আমাদের নজরে আসলে বিনা নোটিশে মুছে ফেলা হবে এবং যে সদস্য এই পোস্ট করবেন তার বিরুদ্ধে এক বা একাদিক ব্যবস্থা নেওয়া হবে। Answer BN এর সার্ভারে কোনো ফাইল অযতা কোনো ছবি, অডিও ভিডিও পোস্ট করার কোনো সুযোগ নেই। করলে কৃর্তপক্ষের নজরে আসার সাথে সাথেই ডিলেট করে দেয়া হবে।
বিশেষ করে এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্যের জন্য কৃর্তপক্ষ দায়ি থাকবে না বরং যে সদস্য, ব্যক্তি পোস্ট করবে এই তথ্যের জন্য এই ব্যক্তিই দায়ি থাকবে। কোনো ক্রমেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কেননা এটা Public প্লাটফর্ম।