আমাদের সার্ভিস অপনার বা কারও বাস্তব ব্যবহারের জন্য নয়। আমাদের সকল প্রকার সার্ভিস শুধুমাত্র আপনার বিনােদন তথা মনােরঞ্জনের জন্য। আপনি আমাদের সার্ভিস দেখতে, পড়তে, আমাদের কমিউনিটির সাথে আলােচনা করতে পারেন। আমাদের সার্ভিস আপনাকে কোন উপকার করল নাকী অপকার করলাে সেই হিসাব কিন্তু আমাদের নয়। কারন আপনাকে আমাদের সার্ভিস গ্রহন করতে বলা হচ্ছেনা। আপনাকে এই মর্মে স্বীকার করে আমাদের সার্ভিস ব্যবহার করতে হবে যে, আপনি সেচ্ছায় ও নিজ দায়িত্বে আমার সার্ভিস নিচ্ছেন। আমাদের সার্ভিস কোন প্রকার ব্যবহার বা প্রাক্টিসের জন্য নয়। আমাদের সাইটে এসে সার্ভিস নিচ্ছেন, ফিরে যাচ্ছেন সব কিছু রেখেই, এই মর্মে প্রতিশ্রুতি বন্ধ হয়ে আপনি আমাদের সাইট ব্যবহার করতে বাধ্য থাকিবেন। অন্যথা আমাদের সাইট আপনার জনা নয়। আশাকরি বুঝতে পেরেছেন। আমাদের সার্ভিস আপনার মন মত হলেই গ্রহণ করুন নয়ত অন্য কোথায় সার্ভিস পেতে বিজিট করুন।
Answer-BN এর প্রশ্ন ও উত্তর সংক্রান্ত নীতিমালা:
১. প্রশ্নটি যেন বড় বা খুব সংক্ষিপ্ত না হয়, এক বাক্যে প্রশ্ন করুন।
২. প্রশ্ন বড় হলে বর্ণনার ঘরে প্রশ্নের বর্ণনা দিন বা আপনার জানার বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বর্ণনা করুন।
৩. বিষের করে অন্য ভাষায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না৷ সবসময় বাংলাতে প্রশ্ন করুন।
৪. এমন ধরনের প্রশ্ন করুন যেটা সকল প্রকার মানুষের জন্য উত্তর জানা উচিত, জরুরী ।
৫. খুব সহজ ভাষায় প্রশ্ন করুন।
৬.কোন সাইট থেকে প্রশ্ন কপি করে এনে এখানে পেস্ট করবেন না৷ বা আমাদের এই সাইটের প্রশ্ন অন্য কোন সাইটে প্রকাশ করবেনা৷ এমন করলে সরাসরি ব্লক করে দেয়া হবে।
৭. প্রশ্ন করার সময় অবশ্যই সবসময় বানানের প্রতি যত্নশীল হবেন, আর বানান সঠিক রাখবেন।
৮. সঠিক বিভাগে নির্বাচন করে প্রশ্ন করুন৷ বিভাগ ভুল হলে সঠিক উত্তর ও প্রশ্নে অনুমোদন পেতে দেরি হতে পারে বা এমন কি অনুমোদন না পেতেও পারেন৷ তাছাড়াও বিভাগ ভুল হলে উত্তরও ভিন্নরকম হয়ে যেতে পারে।
Answer-BN এ উত্তর করার নীতিমালা:
১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছাড়া কোনো প্রশ্নে এক কথায় অথবা সংক্ষেপে উত্তর করবেন না৷
২. উত্তর অবশ্যই বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করবেন।
৩. কোন সাইট থেকে উত্তর হুবহু কপি করে উত্তর করবেন না, প্রয়োজনে আংশিক কপি করা যেতে পারে।
৪. উত্তর লেখার সময় অবশ্যই বানানের প্রতি খেয়াল রাখবেন। বানান ভুল হলে উত্তর অনুমোদন দেওয়ার সম্ভবনা নাই।
৫. ভুল অশুদ্ধ বা অপূর্ণ উত্তর অটো অনুমোদন পেলে সেটা বিশেষজ্ঞ টিম দেখা মাত্রই আপনার উত্তর ডিলেট করে ফেলা হবে৷ এবং আপনার বিরুদ্ধে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
৬. কখনো ইংরেজিতে উত্তর দেয়া যাবে না। উত্তর অবশ্যই শুদ্ধ বাংলায় সুন্দর করে লিখতে হবে।
৭. উত্তরে অপ্রয়োজনে অন্য কোন সাইটের লিংক দিবেন না অতবা উত্তরে কিছু না লিখে শুধু লিংক দিবেন না, তবে বিশেষ প্রয়োজনে দিতে পারবেন।
৮.আগে থেকেই প্রশ্নে সঠিক উত্তর আছে এমন প্রশ্নে আবার নতুন করে ঘুরিয়ে পেচিয়ে উত্তর করা যাবে না৷
উত্তর পাবার ক্ষেত্রে বিশেষ বার্তা
যেহেতু আমাদের উদ্দেশ্য আপনার জিজ্ঞাসাকৃত বিষয়কে বিশদভাবে ব্যাখ্যা করা তাই আপনার প্রশ্নের উত্তর পেতে সময় লাগতে পারে। কোন কোন ক্ষেত্রে ২-৩-৭ এর চেয়েও বেশি সময় লাগতে পারে। সে জন্য নিয়মিত আমাদের সাইটে বিজিট করুন। আর যদি অতি ছােট প্রশ্ন হয়ে থাকে তবে প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞগণকে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন।
রেজিষ্ট্রেশন সংক্রান্ত নীতিমালা:
আমাদের সকল প্রকার শর্ত মেনে আপনাকে আমাদের সাইট ব্যবহার করার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে।
আপনার সঠিক নাম ব্যবহার করুন। ডাকনাম গ্রহনযোগ্য তবে যে নামে আপনাকে কেউ চেনেন না সেই নাম গ্রহণযোগ্য নয়। নিজের নামের ক্ষেত্রে কোন অতিরিক্ত কিছু যোগ করা যাবেনা তবে আপনার নাম আগেই কেউ ব্যবহারকারী থাকলে আপনি আপনার নামের শেষে সংখ্যা বা বিশেষ চিহৃ ব্যবহার করতে পারবেন। রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর আপনার নাম কোনো প্রকার সম্পাদনা করা হবেনা। আপনি আমাদেরকে অনুরোধ করতে পারবেন না।
বিশেষ সতর্কতা :
১/ কেউ কোনো সদস্যর সাথে খারাপ আচরণ করতে পারবেন না।
২/ কোনো সদস্যা অন্য কোনো সদ্যের সাথে অনৈতিক আচরণ করলে সরাসরি তাকে ব্লক করা হবে।
৩/ সাইটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরাসরি ব্লক করা হবে।
৪/ কপি উত্তর দিলে সতর্ক করার পরেও এরকম করলে সরাসরি ব্লক করা হবে।
৫/ কোনো সদস্য অন্য কোনো সদস্য কে মানসম্মান নষ্ট হয় এরকম কোনো আচরণ করলে সরাসরি ব্লক করা হবে।
৬/ কেউ যদি অশ্লীল ছবি, লিখা, ভিডিও ইত্যাদি সাইটে লিখে সরাসরি তাকে ব্লক করা হবে।
৭/ অনর্থক, অপ্রাসঙ্গিক, অপূর্ণ, ভুল উত্তর যদি কেউ করে তাহলেই তাকে সরাসরি ব্লক করা হবে।