বাংলালিংক সিমের মিনিট অফার গুলো সব সময় সাশ্রয়ী মূল্যে হয়। কারণ বাংলালিংক তাদের গ্রাহকদের কথা চিন্তা করে সবসময় অল্প দামে মিনিট অফার দিয়ে থাকে। আর এই মিনিট অফার গুলো গ্রাহকদের কাছে গ্রহণীয় হয় বলে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে বাংলালিংক সর্বনিম্ন ১২ টাকায় ১৯ মিনিট এবং সর্বোচ্চ ৬০৭ টাকায় ১০১০ মিনিট অফার দিচ্ছে। যেসকল গ্রাহক একদম সাশ্রয়ী মূল্যে মিনিট অফার কিনতে চাচ্ছেন তারা নিম্নহার এর মিনিট অফার গুলো দেখতে পারেন। যে সকল গ্রাহকের দীর্ঘ মেয়াদী এবং অধিক মিনিট প্রয়োজন তারা ৬০৭ টাকা দিয়ে এই মিনিট অফারটি কিনতে পারেন।