জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণকাজ চলছে, যাকে বলা হচ্ছে ‘অধিকতর উন্নয়ন’। কিন্তু এই উন্নয়নকাজকে অনেকে অভিহিত করছেন ‘খেয়ালখুশি’র প্রকল্প হিসেবে। কারণ দুটি: ১. এই উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। মানা হয়নি গণখাতে ক্রয় বিধিমালা (পিপিআর)। ২. মহাপরিকল্পনা না মেনে নিজেদের ‘ইচ্ছেমতো’ জায়গায় ভবন তৈরি করা হচ্ছে। কাটা হচ্ছে গাছপালা।
বিশ্ববিদ্যালয়টিতে ২১টি অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামের এই প্রকল্প নেওয়া হয়। এর আওতায় শিক্ষার্থীদের জন্য হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনের সম্প্রসারণ, খেলার কমপ্লেক্স নির্মাণসহ নানা কাজ করা হচ্ছে।
মোট তিন ধাপের এ প্রকল্পের প্রথম ধাপে ছেলে ও মেয়েদের জন্য তিনটি করে ছয়টি আবাসিক হল নির্মাণের কাজ প্রায় শেষ। ১৪টি স্থাপনার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে গত ৮ জুন। যদিও সব কাজ গত বছরের মার্চের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে দেখা যাচ্ছে, ‘অধিকতর উন্নয়নকাজে’ সময়ও লাগছে অধিক। যেহেতু নির্মাণসামগ্রীর দাম বাড়ছে, তাই এই প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।